কোয়ালিফাই করতে দরকার পরাজয়, এ কেমন সমীকরণ?
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৩, ১০:৫৬
ক্রীড়াজগতের সাধারণ নিয়ম অনুযায়ী, জিতলেই পয়েন্ট প্রাপ্তির ভিত্তিতে পরের কোন পর্বে উত্তীর্ণ হতে পারবে প্রতিযোগীরা। কদিন আগেই ক্রিকেট বিশ্বকাপের ৮ম স্থানে থেকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোয়ালিফাই করতে বাংলাদেশ মুখোমুখি হয়েছিল টানা জয়ের সমীকরণের সামনে। কিন্তু এবার ব্যতিক্রমী এক ঘটনা দেখা গেল, যেখানে হারলেই বরং পরের পর্বে কোয়ালিফাই করার সুযোগ মিলবে।
আশ্চর্যজনক এই ঘটছে ফুটবলে ইউরোর বাছাইপর্বে। আগামী বছর জার্মানিতে অনুষ্ঠিতব্য এই প্রতিযোগিতার জন্য বাছা-২৩ এর ইউয়েফা নেশন্স লিগের র্যাংকিং বা পারফর্ম্যান্স এর হিসেব করে ১২টি দল আরেকবার সুযোগ পাবে প্লে-অফ রাউন্ড খেলার যেখান থেকে ৪টি দল কোয়ালিফাই করবে।
- ট্যাগ:
- খেলা
- পরাজয়
- ইউরো বাছাইপর্ব