জোহানেসবার্গের প্রতিশোধ কি আহমেদাবাদে
জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে ২০০৩ সালের বিশ্বকাপ ফাইনালে ভারতকে হারিয়ে দেয় অস্ট্রেলিয়া। এরপর বিশ্বকাপে দুই দলের আরো চারবার দেখা হলেও ফাইনালে মুখোমুখি হবে আগামীকালই প্রথম। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ত্রয়োদশ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে লড়বে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত। জোহানেসবার্গে হারের প্রতিশোধ এবার আহমেদাবাদে কি নিতে পারবে রোহিত শর্মার দল? নাকি পুনরাবৃত্তি?
শচীন টেন্ডুলকার তখন ক্যারিয়ারের মধ্যগগনে, সোনালি সময় চলছিল তার ব্যাটে। দক্ষিণ আফ্রিকার মাঠে মাঠে চার-ছক্কার ফুলঝুরি ছোটাচ্ছেন। শচীন ও সৌরভ গাঙ্গুলিদের দাপটে ভারত উঠে যায় ফাইনালে। ভারতীয়রা তখন দ্বিতীয়বারের মতো বিশ্বজয়ের স্বপ্নে বিভোর। কিন্তু ট্রফি আর ভারতীয়দের মধ্যে দেয়াল হয়ে দাঁড়ালেন রিকি পন্টিং। ফাইনালে তিনি খেললেন ১২১ বলে ১৪০ রানের মহাকাব্যিক এক ইনিংস। তাতে ভর দিয়ে অজিরা গড়ল ৩৫৯ রানের সৌধ। জবাব দিতে নেমে ভারতের তারকাখচিত ব্যাটিং লাইনআপ ২৩৪ রানে অলআউট!