স্টারশিপের দ্বিতীয় উৎক্ষেপণ পরীক্ষার অনুমতি পেল স্পেসএক্স
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৩, ১৬:৩০
বিশ্বের বৃহত্তম রকেট স্টারশিপের দ্বিতীয় উৎক্ষেপণ পরীক্ষার জন্য স্পেসএক্স-কে অনুমতি দিয়েছে মার্কিন নিয়ন্ত্রক সংস্থা ‘এফএএ’।
‘স্টারশিপ সুপার হেভি’ রকেটের দ্বিতীয় উৎক্ষেপণের জন্য স্পেসএক্স’কে লাইসেন্স দেওয়ার বিষয়টি এক বিবৃতিতে জানিয়েছে সংস্থাটি। সংস্থাটির যাচাইয়ে দেখা গেছে, উৎক্ষেপণের জন্য প্রয়োজনীয় সকল পরিবেশগত, আর্থিক ও সুরক্ষাবিষয়ক শর্ত স্পেসএক্স পূরণ করেছে বলে উল্লেখ রয়েছে ওই বিবৃতিতে।
অনুমোদনের পরপরই ১৭ নভেম্বর পূর্বাঞ্চলীয় সময় সকাল ৮টায় স্পেসএক্স উৎক্ষেপণ পরীক্ষা চালানোর লক্ষ্যস্থির করেছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ।
গেল এপ্রিলে ‘স্টারশিপ’ ও এর ‘সুপার হেভি বুস্টারের’ প্রথম উৎক্ষেপণ পরীক্ষা চালানো হয়। তবে, উৎক্ষেপণের চার মিনিটের মাথায় রকেট বিস্ফোরিত হওয়ার পর কোম্পানির পুনরায় রকেট উৎক্ষেপণের পরিকল্পনা স্থগিত হয়ে যায়।
- ট্যাগ:
- প্রযুক্তি
- অনুমতি
- রকেট উৎক্ষেপণ