কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

রাজধানীজুড়ে বৃষ্টিতে বিপাকে খেটে খাওয়া মানুষ

জাগো নিউজ ২৪ ঢাকা মেট্রোপলিটন প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৩, ১৪:২১

ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে রাজধানীতে গতকাল রাত থেকেই শুরু হয়েছে টানা বৃষ্টি ৷ ছুটির দিন হওয়ায় রাস্তায় অফিসগামী মানুষের ভিড় নেই। কেউ কেউ জরুরি কাজে বাধ্য হয়ে বের হচ্ছেন। তবে টানা বৃষ্টিতে ভোগান্তি বেড়েছে রিকশাচালক, দিনমজুর ও খেটে খাওয়া মানুষদের।


শুক্রবার (১৭ নভেম্বর) সকালে রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে এমন চিত্র দেখা গেছে।


বৃষ্টিতে সবথেকে ভোগান্তিতে পড়েছেন রাজধানীর রিকশাচালকরা ৷ রোজগারের আশায় বৃষ্টিতে ভিজেই রিকশা চালাচ্ছেন তারা। রিকশাচালক মান্নান মিয়া বলেন, ‘আমরা গরীব মানুষ, একদিন রিকশা না চালাইলে খাওব জুটবো না। বৃষ্টিতে ঘরে বইসা থাকলে আমাগো চলবো না। বয়স হইছে বৃষ্টি আবার শীত শীত লাগতেছে। রিকশা চালাইতে কষ্ট হয়। কি আর করা কাজ তো করাই লাগবো।’


ছুটির দিন হওয়াতে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি চাকরির নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষায় অংশ নিতে আসা এসব চাকুরী প্রার্থীরাও ভোগান্তিতে পড়েছেন। ইডেন মহিলা কলেজ থেকে পরীক্ষায় অংশ নেওয়া রাখি ইবনে আফসানা বলেন, ‘সকাল থেকেই বৃষ্টি। বাসা থেকে বের হওয়াটাই ঝামেলা। তারপরও বের হয়েছি। পরীক্ষা তো দিতে হবে। পরীক্ষা শেষে বের হয়েও দেখি বৃষ্টি। এখন ভিজেই বাসায় যেতে হবে।’


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও