তৃণমূল বিএনপি নির্বাচনে অংশ নেবে, শনিবার থেকে দলীয় ফরম বিক্রি
প্রথম আলো
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৩, ১৬:৩৮
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়েছে তৃণমূল বিএনপি। তারা নির্বাচনে অংশ নেবে। এ জন্য ১৮ নভেম্বর থেকে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করবে দলটি।
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে তৃণমূল বিএনপি আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলা হয়।
সংবাদ সম্মেলনে তৃণমূল বিএনপির চেয়ারপারসন সমশের মবিন চৌধুরী বলেন, দেশের সংবিধান অনুযায়ী, গতকাল বুধবার প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন। তৃণমূল বিএনপি একটি নির্বাচনমুখী দল। তাঁরা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য সব প্রস্তুতি গ্রহণ করেছেন। তৃণমূল বিএনপি আশা করে, নির্বাচন শান্তিপূর্ণ হবে। নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত করা হবে।