ট্রাক থেকে টিসিবির পণ্য কিনতে টোকেন পাননি অনেকে, দীর্ঘ অপেক্ষা সারিতে
দেড় বছর বিরতির পর সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে গত মঙ্গলবার থেকে ট্রাকে করে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি শুরু হয়েছে। প্রথম দিনে লোক জানাজানি কম হওয়ার কারণে ভিড়ও ছিল কম। তবে দ্বিতীয় দিনে গতকাল বুধবার অনেককেই পণ্য কেনার টোকেন না পেয়ে ফিরে যেতে হয়েছে। আর যাঁরা টোকেন পেয়েছেন, তাঁদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে।
রাজধানীর শাহজাহানপুরে গতকাল টিসিবির ট্রাকে করে পণ্য বিক্রির স্থানে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, সেখানে সাড়ে ১০টায় প্রথম দফায় অর্ধেক টোকেন দেওয়া হয়। দুপুরের দিকে বাকি অর্ধেক টোকেনের পণ্য বিক্রি করা হয়। তবে সবাই টোকেন পাননি। সে জন্য বেলা দেড়টা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত দফায় দফায় অন্তত দেড় শ মানুষ ফিরে গেছেন। শেষ বিকেলেও ৩০ থেকে ৩৫ জন টোকেন ছাড়াই অপেক্ষা করছিলেন।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস, ২ সপ্তাহ আগে
৯ মাস, ২ সপ্তাহ আগে
৯ মাস, ২ সপ্তাহ আগে
৯ মাস, ২ সপ্তাহ আগে