এই তফসিল সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করল: জোনায়েদ সাকি
প্রথম আলো
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৩, ২১:০৫
নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের যে তফসিল ঘোষণা করেছে, তা সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পথে বাধা তৈরি করেছে বলে মনে করছেন গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি।
নির্বাচনকালীন সরকার নিয়ে মতবিরোধ ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তাপের মধ্যে আজ বুধবার সন্ধ্যা সাতটায় জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ওই ভাষণে তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন।