
রাফসানের সঙ্গে প্রেমের প্রসঙ্গে যা বললেন কণ্ঠশিল্পী জেফার
উপস্থাপক রাফসান সাবাব সম্প্রতি তাঁর স্ত্রীর সঙ্গে তিন বছরের সংসার ভাঙার খবর নিজেই জানিয়েছেন। ভাঙনের খবর দেওয়ার পরই মুখ খোলেন স্ত্রী সানিয়া সুলতানা এশা। জানান, তিনি বিচ্ছেদ চাননি। এই যখন চলছিল, ঠিক তখনই গায়িকা জেফারের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক নিয়ে কথা শুরু হয়। কেউ কেউ মন্তব্য করছেন, গায়িকা জেফারের সঙ্গে সম্পর্কের কারণেই বিচ্ছেদের পথে বেছে নিয়েছেন রাফসান। বিষয়টি নিয়ে প্রায় ১৫ মিনিটের একটি ভিডিও বার্তাও দিয়েছেন তিনি।
তরুণ এই সঞ্চালকের মতে, হুট করে নয়; বরং বছর দেড়েক আগে থেকেই তিনি বিচ্ছেদ চাইছিলেন। এ নিয়ে দুই পরিবারের মধ্যেও আলোচনা হয়েছে। এমনকি বিচ্ছেদের ঘোষণা দেওয়ার কয়েক দিন আগেও এশার সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন বলে জানান রাফসান। তাঁর ভাষ্য, ‘বিচ্ছেদের বিষয় এলেই মেয়েরা সংসার টিকিয়ে রাখতে চায় আর ছেলেরা হয়ে যায় খারাপ। আমার সাবেক স্ত্রী এক স্ট্যাটাসে জানিয়েছে, আমি হঠাৎ করেই এই সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু না, এই সিদ্ধান্ত দেড় বছর আগের।’
- ট্যাগ:
- বিনোদন
- তারকার জীবন
- সমালোচনা
- তারকার জীবন