ওষুধের নিরাপদ ব্যবহার কীভাবে সম্ভব
আমরা অসুস্থ হলে চিকিৎসকের পরামর্শে নানা ধরনের ওষুধ সেবন করি। যেকোনো ওষুধের প্রত্যাশিত কার্যকারিতা ছাড়াও ক্ষতিকর পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকি আছে। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একে বলে এডিআর (অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশনস)। চিকিৎসা করতে গিয়ে কীভাবে এই ওষুধের অপ্রত্যাশিত পার্শ্বপ্রতিক্রিয়া কমানো যায়, সে ব্যাপারে চিকিৎসক-রোগী সবারই পর্যাপ্ত জ্ঞান ও সচেতনতা জরুরি।
ওষুধের ক্ষতিকর পার্শ্বপ্রতিক্রিয়া কমানোর জন্য প্রথমেই আমাদের ওষুধের যৌক্তিক ব্যবহার নিশ্চিত করতে হবে। রোগীর আর্থিক অবস্থা বিবেচনা করে নিরাপদ, কার্যকর, সহজলভ্য এবং অপেক্ষাকৃত সাশ্রয়ী ওষুধ ব্যবস্থাপত্রে নির্দেশ করার নামই হলো ওষুধের যৌক্তিক ব্যবহার। এ ছাড়া সঠিক রোগে সঠিক ওষুধ সঠিক মাত্রায় প্রয়োগ করাকেও ওষুধের যৌক্তিক ব্যবহার বলে। ওষুধবিজ্ঞানের জ্ঞানকে কাজে লাগিয়ে ওষুধের যৌক্তিক ব্যবহার নিশ্চিত করা যায়।