কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বাংলাদেশের সিনেমায় প্রথমবার গাইলেন পণ্ডিত অজয় চক্রবর্তী

প্রথম আলো প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৩, ১৪:০২

’শ্যামা কাব্য’ নামের নতুন একটি ছবি বানিয়েছেন বদরুল আনাম সৌদ। এ মাসেই ছবিটির মুক্তির তারিখ চূড়ান্ত হয়েছে। এরই মধ্যে সংবাদ সম্মেলন করে ছবিটির ট্রেলার প্রকাশ করা হয়েছে। এদিকে মুক্তির আগে জানা গেল চমকে যাওয়ার মতো খবর। ছবিতে ‘পাখি যাও যাও যাও’ শিরোনামের একটি গানে ইমন সাহার সুর ও সংগীতে কণ্ঠ দিয়েছেন ভারতীয় সংগীতশিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তী।


’শ্যামা কাব্য’ সিনেমার ‘পাখি যাও যাও যাও’ শিরোনামের গানটি কলকাতার একটি স্টুডিওতে রেকর্ড করা হয়। পরিচালক বদরুল আনাম সৌদ গিয়েছিলেন কলকাতায়, যুক্তরাষ্ট্র থেকে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন ইমন সাহা। পিতৃপুরুষের দেশের কোনো একটি ছবিতে প্রথমবার গাইতে পেরে আনন্দিত বরেণ্য এই সংগীতগুরু। গানটি প্রসঙ্গে গত সোমবার দুপুরে প্রথম আলো কথা বলে অজয় চক্রবর্তীর সঙ্গে। শুরুতেই প্রতিবেদকের কাছে জানতে চাইলেন, ছবিটা কি মুক্তি পেয়েছে? এখনো হয়নি বলেই জানতে চাইলাম, এই গান গাওয়ার পেছনে আপনার কোন ভাবনা কাজ করেছে? ‘ইমন সাহা আমাকে খুব শ্রদ্ধার সঙ্গে অনুরোধ করেছিল, তাই আমি না করিনি। আর গানটা আমার ভালো লেগেছে। তবে ছবিতে কী রকমভাবে গানটা ব্যবহার করেছে, তা আমার জানা হয়নি। কিন্তু গানটার সঠিক ব্যবহার করতে পারলে ভালো লাগবে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও