সিলেটে পরিত্যক্ত কূপ থেকে মিলবে দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস

বিডি নিউজ ২৪ সিলেট জেলা প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৩, ১৩:৩৮

নতুন খনন ও পুরোনো কূপ সংস্কারের মাধ্যমে দৈনিক অন্তত ৭০ মিলিয়ন ঘনফুট গ্যাসের উৎপাদন বাড়ানোর পদক্ষেপ নিয়ে এগোচ্ছে দেশের পুরোনো গ্যাসক্ষেত্র সিলেট গ্যাস ফিল্ডস; যার মধ্যে একটি পরিত্যক্ত কূপে সন্ধান পাওয়া ৭ মিলিয়ন ঘনফুট গ্যাসও রয়েছে।


আগামী সপ্তাহে কৈলাসটিলা ২ গ্যাসক্ষেত্রের পরিত্যক্ত ওই কূপ খননের পর পাওয়া গ্যাস থেকে দৈনিক সাত মিলিয়ন ঘনফুট জাতীয় গ্রিডে যোগ হওয়ার কথা জানিয়েছেন সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের মহাব্যবস্থাপক কামরুল ইসলাম সরদার।


মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, কৈলাশটিলা ২ গ্যাসক্ষেত্রে আগে পরিত্যক্ত হওয়া ২ নম্বর কূপটি পুনঃখননে সফল হওয়ার পর গ্যাসের সন্ধান পাওয়া যায়। এছাড়া এ গ্যাসক্ষেত্রের দুইটি কূপ এখন সচল আছে যেখান থেকে দৈনিক ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে যাচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও