কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পেঁয়াজ ৫০ ও ৩০ টাকায় আলু বি‌ক্রি কর‌বে টিসিবি

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৩, ০০:০৮

ভোক্তা পর্যায়ে প্র‌তি‌ কে‌জি পেঁয়াজ ৫০ টাকা ও আলু ৩০ টাকা দরে বিক্রি কর‌বে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন।সোমবার (১৩ ন‌ভেম্বর) টিসিবির পক্ষ থেকে এ তথ্য জা‌নানো হ‌য়ে‌ছে।


মঙ্গলবার (১৪ নভেম্বর) থেকে উপকার‌ভোগী কার্ডধারী এক কোটি দারিদ্র্য পরিবারের কাছে ভর্তুকি মূল্যে পেঁয়াজ, আলু, সয়া‌বিন তেল ও মশুর ডাল বিক্রি করবে সংস্থাটি।


টিসিবি জানায়, মঙ্গলবার থে‌কে শুরু হওয়া এ বি‌ক্রি কার্যক্র‌মে ২৫ থে‌কে ৩০টি ট্রাকে সাধারণ ভোক্তাদের কা‌ছে পণ্য বি‌ক্রি করা হ‌বে। মূল্যস্ফী‌তি সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত এ কার্যক্রম চলমান থাক‌বে।


প্রতি একজন ভোক্তার কাছে সর্বোচ্চ দুই কেজি করে পেঁয়াজ, আলু ও মশুর ডাল বিক্রি করা হবে। প্র‌তি কে‌জি মশুর ডালের দাম রাখা হবে ৬০ টাকা। সয়া‌বিন ও রাইস ব্র্যান তেল প্র‌তি লিটার ১০০ টাকা ক‌রে স‌র্বোচ্চ দুই লিটার কিন‌তে পার‌বেন ভোক্তারা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও