উৎপাদনের দুয়ার খুলল ঘোড়াশাল পলাশ সার কারখানার
পাঁচ বছরের কর্মযজ্ঞ শেষে আনুষ্ঠানিকভাবে উৎপাদনের পথ খুলল নরসিংদীর ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানায়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার দুপুর পৌনে ১টায় ‘জ্বালানি সাশ্রয়ী ও পরিবেশবান্ধব’ এই কারখানার উদ্বোধন ঘোষণা করেন। এরপর সার কারখানা স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও সিলমোহর অবমুক্ত করেন।
পরে সেখানে এক সুধী সমাবেশে বক্তব্য দেন প্রধানমন্ত্রী। শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, স্থানীয় সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান দীলিপ এবং শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা বক্তব্য দেন।