নির্বাচনে ভারতের অবস্থান নিয়ে দ্বিধায় বিএনপি

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৩, ২০:১৭

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ ছিল ভারত এবং যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে (২+২) বৈঠক। শুক্রবার অনুষ্ঠিত ওই বৈঠকে চোখ ছিল রাজনৈতিক দলগুলোসহ সবার। দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা বিএনপির জন্য ছিল তা আরও গুরুত্বপূর্ণ।


দুই দেশের মন্ত্রিপর্যায়ের বৈঠকে বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে আলোচনাও হয়েছে। ‘টু প্লাস টু’ বৈঠকের পর ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা বাংলাদেশ ইস্যুতে ভারতের অবস্থান পরিষ্কার করেছেন যুক্তরাষ্ট্রের কাছে।


তবে বিনয় কোয়াত্রা বাংলাদেশ ইস্যুতে ভারতের অবস্থান নিয়ে যে বক্তব্য দিয়েছেন তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে বিএনপি নেতাদের মধ্যে। এনিয়ে বিএনপির মধ্যেই দ্বিধাবিভক্ত বক্তব্য পাওয়া গেছে। দলটির কোনো কোনো নেতা বলছেন, ভারত তাদের অবস্থান কিছুটা হলেও পরিবর্তন করে মধ্যমপন্থা অবলম্বন করছে। অর্থাৎ ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে যেমন সরাসরি প্রভাব বিস্তার করেছিল, এবার দেশটি সে অবস্থানে নেই। আবার দলটির কোনো কোনো নেতা মনে করছেন, ভারত আগের মতোই একটি পাতানো নির্বাচন সমর্থনের পথেই হাঁটছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও