ম্যাথিউসের টাইমড আউটের যে ব্যাখ্যা দিল এমসিসি
প্রায় এক সপ্তাহ পেরিয়ে গেলেও অ্যাঞ্জেলো ম্যাথিউসের টাইমড আউট ঘিরে আলোচনা থামেনি। সাবেক-বর্তমান ক্রিকেটার, বিশ্লেষকরা দিচ্ছেন পক্ষে-বিপক্ষে নানান মত। এই বিষয়ে এবার বিবৃতি দিয়েছে ক্রিকেটের আইন প্রণয়ন সংস্থা- এমসিসি (মেরিলিবোন ক্রিকেট ক্লাব)।
তাদের বিশদ ব্যাখ্যার সারমর্ম দাঁড়ায়, ক্রিকেটের নিয়মের ভেতরে থেকে বাংলাদেশ দল ও মাঠের দুই আম্পায়ার কোনো ভুল করেননি। হেলমেটে সমস্যা বুঝতে পেরে ম্যাথিউস যদি সেটি আম্পায়ারদের জানাতেন, তাহলে তাকে বাড়তি সময় দেওয়ার কথা ভাবতে পারতেন আম্পায়াররা।
এছাড়া ক্রিকেটের চেতনা রক্ষার্থে টাইমড আউটের প্রয়োজনীয়তা নিয়ে ওঠা প্রশ্নে এমসিসি জানিয়েছে, খেলাটির গতি ধরে রাখতে ও অহেতুক সময় নষ্ট এড়াতে ক্রিকেটে এই আইনের প্রয়োজন রয়েছে।
ঘটনা দিল্লির আরুন জেটলি স্টেডিয়ামে গত সোমবার বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে। লঙ্কানদের ইনিংসের ২৫তম ওভারে সাদিরা সামারাউইক্রামা ক্রিজে যান অ্যাঞ্জেলো ম্যাথিউস। সতীর্থ চারিথ আসালাঙ্কার সঙ্গে হাত মিলিয়ে ব্যাটিংয়ের জন্য স্ট্রাইক প্রান্তে যান তিনি। তখন পর্যন্ত স্বাভাবিকই ছিল সব কিছু।