ক্রাইমিয়ায় রাশিয়ার ‘দু’টি উভচর জাহাজ ডুবিয়ে দিয়েছে ইউক্রেইন’
ইউক্রেইনের নৌ-ড্রোনগুলো ক্রাইমিয়ায় রাশিয়ার দু’টি ছোট উভচর জাহাজ ডুবিয়ে দিয়েছে বলে ইউক্রেইনের সামরিক গোয়েন্দা সংস্থা দাবি করেছে।
তারা জানায়, ইউক্রেইনের পূর্বাঞ্চলে দেশটির সেনারা রাশিয়ার আরও হামলা মোকাবেলার জন্য প্রস্তুতি নেওয়ার সময়ে ক্রাইমিয়ার ঘটনাটি ঘটেছে। রাশিয়ার হামলার ছিন্নভিন্ন হয়ে যাওয়া পূর্বাঞ্চলীয় শহর আভদিইভকায় আবারও হামলা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
শুক্রবার ক্রাইমিয়ার পশ্চিমে ভুজকা বে-তে হামলাটি হয় বলে জানা গেছে। ইউক্রেইনের সামরিক বিশ্লেষকরা বলেছেন, উল্লেখযোগ্য এই হামলায় রাশিয়ার বেশ ক্ষতি হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তারা স্বতন্ত্রভাবে এসব দাবি যাচাই করে দেখতে পারেনি। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে রাশিয়ার পক্ষ থেকেও কোনো মন্তব্য আসেনি।
কথিত এক গণভোটের ফলের ভিত্তিতে ইউক্রেইনীয় উপদ্বীপ ক্রাইমিয়াকে ২০১৪ সালে নিজেদের অন্তর্ভুক্ত করে নেয় রাশিয়া। দেশটির কৃষ্ণ সাগরীয় নৌবহরের সদরদপ্তর ক্রাইমিয়ার বন্দর শহর সেভাস্তপোলে।