You have reached your daily news limit

Please log in to continue


২১ বছর ধরে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তিনি, আবারও পেলেন একই পদ

সম্মেলনের তিন মাস পর আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগ যশোর জেলা শাখার দুই সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। ১৭ বছর পর নতুন এ কমিটি গঠিত হলো। তবে নতুন কমিটির সভাপতি পদ পেয়েছেন আগের আসাদুজ্জামানই। এ পদে ছয় প্রার্থী থাকলেও আগের সভাপতিকে বহাল রাখায় ক্ষোভ প্রকাশ করেছেন পদপ্রত্যাশীরা।

গতকাল বৃহস্পতিবার রাতে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি গাজী মেজবাউল হোসেন ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। এতে সাধারণ সম্পাদক পদে নতুন মুখ হিসেবে এসেছেন এস এম নিয়ামত উল্লাহ।

প্রায় দেড় যুগ পর গত ১২ জুলাই যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হওয়া এ সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সরাসরি নির্বাচন কিংবা কমিটি ঘোষণা না করেই চলে যান কেন্দ্রীয় নেতারা। এর তিন মাস পর নতুন কমিটির ঘোষণা এল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন