‘খেয়ালে' সুমন, 'তিরিশে নচিকেতা' আর খোলা মঞ্চে কোক স্টুডিও

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৩, ১৩:৩৩

কার্তিকে ঢাকার বাতাসে সুরের চঞ্চলতা এনে দিয়েছেন ঢাকা-কলকাতার শিল্পীরা। রাজধানীর তিনদিক থেকে গানে-সুরে মাতিয়ে তুলছেন কলকাতার দুই জনপ্রিয় গায়ক কবীর সুমন, নচিকেতা চক্রবর্তী এবং কোক স্টুডিও বাংলার শিল্পীরা।


গেল বছর ঢাকায় কনসার্ট করে কলকাতায় ফিরে গিয়ে ভারতীয় শিল্পী সুমন বলেছিলেন, তার, গান-সুর-গায়কি কি-বোর্ড বাজানোর দেশ আসলে বাংলাদেশ। একমাত্র বাংলাদেশেই তিনি তার শ্রোতাদের খুঁজে পেয়েছেন। বলেছিলেন, সুযোগ পেলে ঢাকায় গাইতে আসবেন তিনি। বছর ঘুরতেই এই শিল্পী ঢাকায়, অংশ নিয়েছেন উত্তরায় একটি ঘরোয়া আয়োজনে।


শিল্পী নচিকেতা চক্রবর্তীর গানের ক্যারিয়ারের তিন দশক পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ঢাকায়।


এছাড়া নগরীর আর্মি স্টেডিয়াম প্রস্তুত কোক স্টুডিও বাংলা কনসার্টের জন্য। যেখানে অন্তত অর্ধ-শতাধিক শিল্পী ও কলাকুশলী মঞ্চ মাতাবেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও