মূল মজুরি ৫৬ দশমিক ২৫ শতাংশ বাড়ানোর ঘোষণার পরেও কেন শ্রমিক বিক্ষোভ

ডেইলি স্টার প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৩, ০৯:১৫

মজুরি বাড়ানোর দাবিতে বেশ কিছুদিন ধরেই বিক্ষোভ করছেন দেশের তৈরি পোশাক খাতের শ্রমিকরা। শ্রমিকরা সর্বনিন্ম মজুরি ২৩ হাজার টাকা করার দাবি জানিয়ে আসলেও, গত মঙ্গলবার সাড়ে ১২ হাজার টাকা মজুরি ঘোষণা করে সরকার।


কাঙ্ক্ষিত ঘোষণা না পেয়ে সরকারের ওই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে শ্রমিকদের একটি অংশ। প্রতিবাদে আজ শুক্রবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রমিক সমাবেশের আহ্বান করেছে আন্দোলনরত শ্রমিক সংগঠনগুলোর জোট 'মজুর বৃদ্ধিতে গার্মেন্ট শ্রমিক আন্দোলন'।


এরমধ্যে গাজীপুরে বিক্ষোভ চলাকালে পুলিশের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। বুধবার সংঘর্ষের মধ্যে এক শ্রমিকের মৃত্যুও হয়েছে।


শ্রমিক নিহতের ঘটনার সুষ্ঠু তদন্ত চেয়ে দমন-পীড়ন বন্ধের আহ্বান জানিয়েছে মার্কিন শ্রম দপ্তর ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও