প্রসেসর, হার্ডডিস্ক আর এসএসডির দাম বেড়েছে, কমেছে বহনযোগ্য হার্ডডিস্কের

প্রথম আলো প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৩, ১১:৩৩

চলতি সপ্তাহে ঢাকার বিভিন্ন কম্পিউটার বাজার ঘুরে দেখা গেছে, ক্রেতাদের কাছে কোর আই ৫ ও রাইজেন ৫ সিরিজের প্রসেসরগুলো বেশ জনপ্রিয়তা পেয়েছে। তাই প্রসেসরগুলো বিক্রিও বেশি হচ্ছে। এ সপ্তাহে বেশ কিছু মডেলের প্রসেসর, হার্ডডিস্ক আর এসএসডির দাম সামান্য বেড়েছে। বহনযোগ্য হার্ডডিস্কের দাম কমলেও বাকি সব ধরনের কম্পিউটার যন্ত্রাংশের দাম অপরিবর্তিত রয়েছে। ঢাকার একাধিক কম্পিউটার বাজার ঘুরে উল্লেখযোগ্য যন্ত্রাংশগুলোর দাম সংগ্রহ করেছেন তাসনিম মাহফুজ।


প্রসেসর
ইন্টেল: কোর আই ৯ (৬.০০ গিগাহার্টজ (গি.হা.)) ১৪ প্রজন্ম ৬৭ হাজার টাকা, কোর আই ৯ (৫.৮০ (গি.হা.)) ১৩ প্রজন্ম ৬৮ হাজার টাকা, কোর আই ৭ (৫.৬০ গি.হা.) ১৪ প্রজন্ম ৪৯ হাজার টাকা, কোর আই ৭ (৫.৪০ গি.হা.) ১৩ প্রজন্ম ৪৪ হাজার ৫০০ টাকা, কোর আই ৫ (৫.৩০ গি.হা.) ১৪ প্রজন্ম ৩৬ হাজার টাকা, কোর আই ৫ (৪.৬০ গি.হা.) ১৩ প্রজন্ম ২৪ হাজার ৫০০ টাকা এবং কোর আই ৩ (৩.৩০-৪.৩০ গি.হা.) ১৩ প্রজন্ম ১৩ হাজার ৫০০ টাকা।
এএমডি: রাইজেন ৯ (৪.৫০-৫.৭০ গি.হা.) ৬৫ হাজার টাকা, রাইজেন ৭ (৪.২০-৫.০০ গি. হা.) ৫২ হাজার ৫০০ টাকা এবং রাইজেন ৫ (৩.৯০-৪. ৪০) ১৪ হাজার ৫০০ টাকা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও