সমুদ্রের গভীরে পাওয়া গেল নতুন ভাইরাস

প্রথম আলো প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২৩, ১৯:০০

সমুদ্রের গভীরতম অংশে একটি নতুন ভাইরাসের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। সমুদ্রের ৮ হাজার ৯০০ মিটার গভীরে পাওয়া গেছে এই ভাইরাস। বিজ্ঞানীরা বলেছেন, মারিয়ানা ট্রেঞ্চে পাওয়া ভাইরাসটি গভীরতম সমুদ্রে আবিষ্কৃত ব্যাকটিরিওফেজ ঘরানার হতে পারে। ব্যাকটিরিওফেজ এমন একটি ভাইরাস, যা ব্যাকটেরিয়াকে সংক্রমিত করে তার ভেতরেই প্রতিলিপি তৈরি করে। চীনের ওশান বিশ্ববিদ্যালয়ের ভাইরাস–বিষয়ক গবেষণাপত্র মাইক্রোবায়োলজি স্পেকট্রাম জার্নালে এ তথ্য প্রকাশিত হয়েছে।


জানা গেছে, প্রশান্ত মহাসাগরের মারিয়ানা ট্রেঞ্চের গভীর স্থান থেকে সংগ্রহ করা পলিতে নতুন ভাইরাসটির সন্ধান পাওয়া গেছে। এ বিষয়ে সামুদ্রিক ভাইরোলজিস্ট মিন ওয়াং বলেন, ‘হ্যাডাল অঞ্চল আমাদের গ্রহের সবচেয়ে কম অন্বেষণ করা একটি এলাকা। রহস্যময় পরিবেশ আর পৃথিবীর পৃষ্ঠের গভীরতম স্থান হওয়ায় এই এলাকা সম্পর্কে খুব কম তথ্য জানা গেছে। নতুন ভাইরাসটি মহাসাগরের গভীরতম অংশে পাওয়া একটি ভাইরাস। গভীর সমুদ্রের এই ভাইরাসের নাম রাখা হয়েছে ভিবি এইচএমইওয়াই এইচ৪৯০৭। এটি ব্যাকটেরিয়া ওফেজ হ্যালোমোনাস নামক ব্যাকটেরিয়াকে সংক্রামিত করে। মারিয়ানা ট্রেঞ্চসহ অ্যান্টার্কটিকায় তাদের প্রচুর পরিমাণে দেখা যায়।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও