গাজীপুরে কারখানা ছুটির পর আবার শ্রমিক বিক্ষোভ, দুই মহাসড়ক বন্ধ

প্রথম আলো গাজীপুর সদর প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২৩, ১৮:৫২

গাজীপুরের বিভিন্ন পোশাক কারখানায় ছুটির পর বিকেলে মহাসড়ক অবরোধ করে আবার বিক্ষোভ শুরু করেছেন পোশাকশ্রমিকেরা। আজ বুধবার বিকেলে শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।


মহাসড়কে অবস্থান নেওয়ায় দুই মহাসড়কেই যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় মহাসড়কের দুই পাশের বিভিন্ন কারখানায় ঢিল ছুড়ে ভাঙচুর করেন শ্রমিকেরা। খবর পেয়ে থানা ও শিল্প পুলিশ কাঁদানে গ্যাসের শেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। বিকেল সাড়ে পাঁচটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত পাঁচজন পুলিশ সদস্যের আহত হওয়ার খবর পাওয়া গেছে।


এর আগে আজ সকাল থেকে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা করার দাবিতে নগরের কোনাবাড়ী, জরুন, বাইমাইলসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা। কোনাবাড়ীতে পুলিশের সঙ্গে সংঘর্ষে আঞ্জুয়ারা খাতুন (৩০) নামের এক নারী পোশাকশ্রমিক নিহত হন। এরপর জেলার কোথাও শ্রমিক বিক্ষোভের কথা শোনা যায়নি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও