নতুন রূপে ইয়ামাহার পুরোনো বাইক

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২৩, ০৯:১৫

ইয়ামাহার জনপ্রিয় বাইক এমটি-০৯ নতুন রূপে আসছে বাজারে। এই বাইকের টপ-স্পেক ভার্সন এমটি-০৯ এসপি ভার্সন আনতে চলেছে ইয়ামাহা। তিন সিলিন্ডার নেকেড ডিজাইনের এই বাইকের স্টাইলিংয়ে বেশ কিছু পরিবর্তন করেছে সংস্থা। বাইকে যোগ হয়েছে নতুন ইলেকট্রনিক্স এবং ইঞ্জিন।


নতুন বাইকের অন্যতম বৈশিষ্ট্য হলো এটির দুদিকেই পাবেন অ্যাডজাস্টেবেল সাসপেনশন। বাইকটির চেহারা আরও বেশি আকর্ষণীয় এবং অ্যাগ্রেসিভ হয়ে উঠেছে। থাকছে একাধিক নতুন বৈশিষ্ট্য।


বাইকটির ফুয়েল ট্যাংক ডিজাইন আগের থেকে ছোট করা হয়েছে। বাইকের হ্যান্ডেলবারও নিচু করা হয়েছে। ফুটপেগও থাকছে নতুন। একগুচ্ছ ইলেকট্রনিক্স যুক্ত হয়েছে দুই চাকায়। স্ট্যান্ডার্ড মোডের পাশাপাশি দুটি কাস্টমাইজেবেল মোড এবং দুটি ইঞ্জিন ব্রেক ম্যানেজমেন্ট মোড থাকছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও