You have reached your daily news limit

Please log in to continue


নকশার সঙ্গে ২৫ বছর

একদম শুরু থেকেই প্রথম আলোর সঙ্গে আমার সম্পর্ক। খুব কাছ থেকে দেখেছি, পত্রিকাটি সব সময় সময়োপযোগী উদ্যোগ নিয়ে অসংখ্য পাঠকের আস্থা অর্জন করতে পেরেছে। এই দীর্ঘ পথচলায় শুধু ‘নকশা’ই নয়, বিভিন্ন সময়ে প্রথম আলোর বিভিন্ন সৌন্দর্য ও জীবনশৈলীবিষয়ক প্রকাশনা, ‘মেরিল-প্রথম আলো পুরস্কার’, ‘নকশা বিয়ে উৎসব’সহ বিভিন্ন আয়োজনে একসঙ্গে কাজ করেছি। আর প্রায় প্রতি মাসেই বিভিন্ন বিষয়ের ওপর ‘নকশা’র সঙ্গে কাজ করা হয়েছে।

মৌসুম ধরে, উৎসবের সময়, কনে সাজে সব সময়ই চেষ্টা থাকত পাঠকদের সামনে নতুন কিছু উপস্থাপন করার। যেকোনো ফটোশুটের আগে সাজপোশাক নিয়ে দুই-তিন দিন ধরে ভাবা হয়েছে। এরপর সেটির ওপর কাজ করেছি। ঢাকার ভেতরে, ঢাকার বাইরে, পারসোনার কর্মীরা মডেলদের সাজিয়েছেন দিনের পর দিন। প্রথম আলোর সঙ্গে আমার এবং ‘পারসোনা’র সম্পর্ক অনেকটাই পারিবারিক। সাজের ক্ষেত্রে নতুন নতুন ধারা উপস্থাপন করেছে ‘নকশা’, সামনেও করবে, এমনটাই আশা থাকবে। আশা করি, এই সম্পর্ক অতীতের মতো আগামী দিনগুলোতেও একইভাবে অব্যাহত থাকবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন