গ্রেপ্তারের পর থেকে ‘নিখোঁজ’ ব্যক্তিদের কারাগারে খুঁজে বেড়াচ্ছেন স্বজনেরা

প্রথম আলো কেরানীগঞ্জ প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২৩, ২১:০০

কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারের পূর্ব দিকে বিশ্রামাগারের পেছন দিকের দেয়ালে কাগজে সাঁটানো হয়েছে সম্প্রতি কারাবন্দী ব্যক্তিদের নামের তালিকা। সেই তালিকা দেখতে কয়েকজন উৎসুক মানুষের জটলা। সেখানে তাঁরা তাঁদের সন্তান, ভাই কিংবা স্বামীর নাম খুঁজে বেড়াচ্ছেন। তাঁরা রাজনৈতিক বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়েছেন বলে দাবি স্বজনদের।


তাঁরা বলছেন, কাউকে গ্রেপ্তার করা হয়েছে সমাবেশস্থল থেকে, কাউকে বাসা থেকে। গ্রেপ্তার ব্যক্তিদের কোথাও কোনো খোঁজ না পেয়ে সর্বশেষ কারাগারে এসে বন্দী তালিকায় নাম খুঁজছেন স্বজনেরা।


বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকা ও আশপাশের এলাকাসহ বিভিন্ন স্থানে চালানো হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান। প্রতিদিনই বিভিন্ন মামলায় গ্রেপ্তার করা হচ্ছে অসংখ্য মানুষকে। এতে দিন দিন ঢাকা কেন্দ্রীয় কারাগারে বাড়ছে বন্দীদের চাপ। হঠাৎ বন্দীর সংখ্যা বেড়ে যাওয়ায় চাপ সামলাতে হিমশিম খাচ্ছে কারা কর্তৃপক্ষ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও