হরতাল-অবরোধের প্রভাব পড়ছে পর্যটনে
ডেইলি স্টার
প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২৩, ১৫:৫৬
চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে দেশের পর্যটন খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিরোধীদলগুলো দেশব্যাপী হরতাল-অবরোধ দেওয়ায় সহিংসতার ভয়ে মানুষ ভ্রমণ করতে অনিচ্ছুক বলে মন্তব্য করেছেন ব্যবসায়ীরা।
এমন পরিস্থিতিতে বেশি ছাড়ের পাশাপাশি নানান সুযোগ-সুবিধা দেওয়ার পরও পর্যটনের ভরা মৌসুমে প্রত্যাশিত সংখ্যক পর্যটক পাওয়া যাচ্ছে না।
যেমন—হোটেল-রিসোর্ট, রেস্টুরেন্ট ও পর্যটন সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানগুলো এখন গ্রাহকহীন। চলমান অচলাবস্থা অব্যাহত থাকলে তাদের লোকসান আগামীতে আরও বাড়বে।
নেতাকর্মীদের হত্যা-গ্রেপ্তারের প্রতিবাদে গত ৩১ অক্টোবর থেকে বিএনপি সারা দেশে তিন দিনের অবরোধ পালন করে। গত রোববার ও সোমবারও দলটি অবরোধের ডাক দেয়।
বিএনপিসহ বিরোধীদলগুলো আগামী বুধ ও বৃহস্পতিবারও অবরোধের ঘোষণা দিয়েছে।