জোনায়েদ সাকির বিরুদ্ধে ‘সরকারি মদদে’ ষড়যন্ত্র হচ্ছে: গণসংহতি আন্দোলন
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির বিরুদ্ধে সরকারি মদদে ষড়যন্ত্র ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ তুলেছেন সংগঠনটির নেতা–কর্মীরা। এর প্রতিবাদে আজ সোমবার সকালে রাজধানীতে মিছিল ও সমাবেশ করেছেন গণসংহতি আন্দোলনের নেতা–কর্মীরা।
আজ বেলা ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবসংলগ্ন মেট্রোরেলের স্টেশন থেকে একটি মিছিল বের করে গণসংহতি আন্দোলন। মিছিলটি পুরানা পল্টন মোড় হয়ে বিজয়নগর পানির ট্যাংক এলাকা ঘুরে আবার পুরানা পল্টন মোড়ে এসে শেষ হয়। সেখানে তাদের সংক্ষিপ্ত সমাবেশ হয়।
সমাবেশে গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান বলেন, দেশের গণতান্ত্রিক লড়াইয়ের নেতৃত্বে রয়েছেন জোনায়েদ সাকি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিরোধীদলীয় নেতা–কর্মীদের গ্রেপ্তার করে রাজনীতির মাঠ ফাঁকা করতে সরকার যখন তৎপর, ঠিক সে সময় লড়াইয়ের ময়দানে জোনায়েদ সাকির সরব উপস্থিতি তাঁকে বর্তমান সরকারের প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত করেছে।