শিশুর জ্বর হলে সিরাপ, নাকি সাপোজিটরি
প্রথম আলো
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৩, ১৯:২২
শিশুদের জ্বর কমানোর প্রধান উদ্দেশ্য তাকে স্বস্তি দেওয়া। মূল অসুখের নিরাময় হলে (ইনফ্লুয়েঞ্জা, নিউমোনিয়া, ইউটিআই, টাইফয়েড ইত্যাদি) জ্বরও কমে যায়। তাই জ্বরের প্রধান চিকিৎসা হচ্ছে, জ্বরের কারণ খুঁজে বের করে তার চিকিৎসা দেওয়া।
শিশুর জ্বর ১০২ দশমিক ২ ডিগ্রি ফারেনহাইটের নিচে থাকলে এবং শিশু বেশি অসুস্থ না হলে (আগে থেকে অন্য কোনো রোগে আক্রান্ত কিংবা জ্বর-খিঁচুনি, হার্টের অসুস্থতা ইত্যাদি) জ্বর কমাতে অস্থির হওয়ার প্রয়োজন নেই। তবে জ্বর বেশি হলে প্যারাসিটামল দিতে হয়।
জ্বর কমানোর সাধারণ ব্যবস্থা
- শিশুকে খোলামেলা ঘরে রাখা, যথাসম্ভব কম কাপড়চোপড় (একপ্রস্থের কাপড়) পরানো, শিশুর শরীর আলতোভাবে মালিশ করা। বারবার পানি পান ও তরল খাবার খাওয়ানো।
- অধুনা গবেষণামতে,Ñজ্বর কমতে স্পঞ্জিং, কুলিং ব্র্যাকেট বা অন্যান্য পরিপূরক ও বিকল্প ওষুধের ভূমিকা নগণ্য।
- শিশুর অতিরিক্ত জ্বর কমিয়ে আনতে জলশোষক তোয়ালে, কুসুম গরম পানিতে চুবিয়ে প্রথমে পা, বুক, পিঠ ও কপাল—এভাবে পর্যায়ক্রমে ১৫ থেকে ২০ মিনিট শরীর স্পঞ্জ করা।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- সিরাপ
- শিশুর জ্বর
- সাপোজিটোরি