গুনগুন করেও ইউটিউবে যেভাবে গান সার্চ করবেন
www.ajkerpatrika.com
প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২৩, ১৫:৩১
অনেক সময় আমাদের সবার মাথায়ই কিছু না কিছু গান ঘুরপাক খায়। কিন্তু অনলাইন সেই গান খুঁজতে গেলে দেখা যায়, গানের নাম বা লিরিক আর মনে পড়ছে না। সেই বিড়ম্বনা থেকে মুক্তি দিতে এখন ইউটিউবে সুর গুনগুন করেও গান সার্চ করা সম্ভব হবে। এমনকি গানের কিছু অংশ গাইলে বা শিষ বাজালেও তা খুঁজে দেবে ইউটিউব।
ইউটিউবের বেটা ভার্সনে দারুণ ফিচারটি পাওয়া যাবে। তবে ওয়েব ভার্সনে এখনো ফিচারটি যুক্ত করা হয়নি। গুন গুন করে গান সার্চ করার নতুন ফিচারটি কীভাবে ব্যবহার করবেন তা তুলে ধরেছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গ্যাজেটস নাউ।
- ট্যাগ:
- প্রযুক্তি
- সার্চ
- গানের ভিডিও
- ইউটিউব
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১১ মাস, ২ সপ্তাহ আগে
১ বছর আগে