রাগের মাথায় সঙ্গীকে যে কথা ভুলেও বলবেন না
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২৩, ১৫:৩৭
দাম্পত্য কিংবা ভালোবাসার সম্পর্কে ঝগড়া কমবেশি সবারই হয়ে থাকে। তাই বলে ঝগড়ার সময় রাগের মাথায় এমন কিছু বলা উচিত নয়, যা দাম্পত্য সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
অনেকেই রাগের মাথায় ঝগড়ার সময় সঙ্গীকে আজেবাজে অনেক ধরনের কথা বলে ফেলেন। যা একেবারেই উচিত নয়। চলুন তবে জেনে নেওয়া যাক, কোন কথাগুলো বলা উচিত নয় ঝগড়ার সময়-
‘তুমি আসলে কোনো কাজেরই নও’
অনেকেই ঝগড়ার সময় সঙ্গীকে বলে বসে, ‘তুমি আসলে কোনো কাজেরই নও’। সেক্ষেত্রে সঙ্গী মনে কষ্ট পেতে পারেন। এমন কথা ভুলেও সঙ্গীকে বলবেন না।
ব্রেকআপ বা ডিভোর্সের কথা
ঝগড়ার সময় রাগের মাথায় ব্রেকআপ বা ডিভোর্সের কথা বলে ফেলেন কেউ কেউ। এ ধরনের কথাবার্তার কারণে কিন্তু সত্যিই সম্পর্ক ভেঙে যেতে পারে। তাই এমন কথা একেবারেই নয়।
- ট্যাগ:
- লাইফ
- দাম্পত্য সম্পর্ক
- দাম্পত্য কলহ