হরতাল-অবরোধে হোটেলের ৮০ ভাগ বুকিং বাতিল, শঙ্কায় কুয়াকাটার পর্যটন ব্যবসায়ীরা

ডেইলি স্টার কুয়াকাটা প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২৩, ১১:৪৪

বিএনপিসহ বিরোধীদলগুলোর আন্দোলনের প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটার পর্যটন ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়েছে।


আজ শুক্রবার ও আগামীকাল শনিবারের কমপক্ষে ৮০ ভাগ আগাম বুকিং বাতিল হয়েছে ইতোমধ্যে। মৌসুমের শুরুতেই লোকসানের শঙ্কায় পড়েছেন সেখানকার পর্যটন ব্যবসায়ীরা।


সাধারণত সাপ্তাহিক ছুটির দিনগুলোতে কুয়াকাটায় দেশি-বিদেশি পর্যটকদের সমাগম ঘটে এবং হোটেল-মোটেলসহ পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা এ সময়ে ব্যবসায় লাভের মুখ দেখেন।


বৃহস্পতিবার কুয়াকাটার বেশ কয়েকটি হোটেল-মোটেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, হরতাল ও অবরোধের কারণে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে কুয়াকাটায় পর্যটকদের আনাগোনা কমে গেছে। আগাম বুকিংও বাতিল করছেন অনেকে।


কুয়াকাটা গেস্ট হাউসের পরিচালক ও কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোতালেব শরীফ দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমার হোটেলে কক্ষ আছে ২২টি। ৭০ জন একসঙ্গে হোটেলে অবস্থান করতে পারেন। হরতাল-অবরোধের কারণে এখন হোটেল খালি। পর্যটকরা পরিবার-পরিজন নিয়ে ঝুঁকিপূর্ণ ভ্রমণে আগ্রহী নন বলেই এ পরিস্থিতি।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও