কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে বিরুলিয়া জমিদারবাড়ি
প্রথম আলো
প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৩, ০৯:২৭
জমিদারবাড়ির কারুকার্যময় নকশা করা বৈঠক ঘরের একাংশ।জমিদারবাড়ির ভবনের কারুকাজের নানা অংশ মনে করিয়ে দেয় শত বছরের আভিজাত্য। ভবনের নানা অংশ এখনো সেই সময়কার ইতিহাসের সাক্ষী হয়ে আছে।
জমিদার রজনীকান্ত ঘোষের একমাত্র বৈঠক ঘর। যেটিতে এখন স্থানীয় একটি পরিবার বসবাস করছেবিরুলিয়া জমিদারবাড়িতে দীর্ঘদিন ধরে বসবাস করছেন বিশাখা সাহা।সাভারের বিরুলিয়া গ্রামের শেষ প্রান্তে এই জমিদারবাড়ির অবস্থান।
এই জমিদারবাড়ি শুধু একটি ঐতিহাসিক ভবনই নয়, এটি সাভারের সমৃদ্ধ অতীত, সাংস্কৃতিক ঐতিহ্য এবং ইতিহাসের রেখে যাওয়া চিহ্ন।
- ট্যাগ:
- লাইফ
- ভ্রমণ
- জমিদার বাড়ি
- বিরুলিয়া
- সাভার