
স্যামসাং গ্যালাক্সি ডিভাইসে ভাইরাসের আক্রমণ ঠেকাতে নতুন অটো ব্লকার
www.ajkerpatrika.com
প্রকাশিত: ০১ নভেম্বর ২০২৩, ১৫:০৫
ঝুঁকিপূর্ণ অ্যাপ ইনস্টল ও ডাইরেক্ট মেসেজে লুকানো ম্যালিসাস কোডের মাধ্যেম ভাইরাসের আক্রমণ থেকে গ্যালাক্সি ডিভাইসকে বাড়তি সুরক্ষা দিতে নতুন ফিচার নিয়ে আসছে স্যামসাং। অটো ব্লকার সিকিউরিটি (নিরাপত্তা) নামে টুলের বিস্তারিত তুলে ধরেছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গ্যাজেডটস নাও।
অটো ব্লকার টুল কি
অটো ব্লকার টুল অতিরিক্ত নিরাপত্তার প্যাকেজ। এটি স্যামসাংয়ের ইকোসিস্টেমের সঙ্গে সামঞ্জস্য রেখে গ্রাহকদের ডিভাইসে কাস্টমাইজেশনের সুযোগ দেয়।
অটো ব্লকারে যেসব ফিচার রয়েছে
আনঅথোরাইজড উৎস থেকে ডিভাইসে ফাইল স্থানান্তর বা অ্যাপ ইনস্টলকে বলে সাইডলোডিং। সাইডলোডিংয়ের অনেক সুবিধা রয়েছে, যেমন মনের মত কাস্টমাইজেশন করা এবং ডিভাইসের কার্যকারিতার ওপর নিয়ন্ত্রণ রাখা। এই আনঅথোরাইজড উৎস থেকে ক্ষতিকর অ্যাপ ইনস্টল করায় বাধা দেবে অটো ব্লকার।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১১ মাস, ৪ সপ্তাহ আগে
১ বছর, ১ মাস আগে
১ বছর, ১ মাস আগে