ইংরেজি অভিধানে বছরের সেরা শব্দ ‘এআই’

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০১ নভেম্বর ২০২৩, ১৫:০২

২০২৩ সালে ‘যুগান্তকারী সাফল্য’ দেখিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি। এটি ভালো বা মানবতার জন্য বিধ্বংসী কোনো প্রযুক্তি কি না, তা নিয়ে নিয়মিত বিতর্ক চললেও ‘এআই’ শব্দটিকে ‘ওয়ার্ড অফ দ্য ইয়ার’-এর খেতাব দিয়েছেন ইংরেজি অভিধান ‘কলিন্স ডিকশনারি’র প্রকাশকরা।


অনলাইন ও প্রিন্ট সংস্করণে প্রকাশ পাওয়া গ্লাসগোভিত্তিক এই অভিধানের প্রকাশকের তথ্য অনুসারে, এ বছর এআই শব্দের ব্যবহার বেড়েছে চার গুণ।


কলিন্সের ব্যবস্থাপনা পরিচালক অ্যালেক্স বেক্রফট বলেন, ২০২৩ সালের ‘সবচেয়ে আলোচিত বিষয়’ ছিল এআই।


“আমরা জানি এ বছর কৃত্রিম বুদ্ধিমত্তার দিকে বড় মনযোগ ছিল। আর বেশ দ্রুতই আমাদের দৈনন্দিন জীবনের প্রযুক্তি যেমন ইমেইল, স্ট্রিমিং বা অন্যান্য ভবিষ্যতমুখী ব্যবস্থায় যুক্ত হয়েছে এটি।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও