You have reached your daily news limit

Please log in to continue


অবরোধের দ্বিতীয় দিন: রাজধানীতে যান চলাচল বেড়েছে

বিএনপি-জামায়াতের ডাকা তিন দিনের অবরোধের দ্বিতীয় দিন আজ বুধবার প্রথম দিনের তুলনায় যান চলাচল বেড়েছে। একইসঙ্গে সড়কে বের হওয়া মানুষের সংখ্যাও বেড়েছে। সতর্ক অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও।

আজ বুধবার সকাল থেকে সরেজমিনে রাজধানীর শেওড়াপাড়া, কাজীপাড়া, আগারগাঁও, ফার্মগেট, বাংলামোটর, নয়াপল্টন, যাত্রাবাড়ী, সাইনবোর্ড, শনির আখড়া, মাতুয়াইল, রায়েরবাগে ঘুরে এ চিত্র দেখা গেছে।

দ্য ডেইলি স্টারের প্রতিবেদকরা জানান, গতকালের তুলনায় আজ সড়কে গণপরিবহন, ব্যক্তিগত গাড়িসহ অন্যান্য যানবাহনের সংখ্যা বেড়েছে। কয়েকটি বাসস্টপেজে কিছু যাত্রীকে অপেক্ষা করতে দেখা গেছে। শহরের মোড়ে মোড়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন