পদ্মা পাড়ির অপেক্ষায় যাত্রীবাহী সুন্দরবন এক্সপ্রেস

সমকাল পদ্মা সেতু প্রকাশিত: ০১ নভেম্বর ২০২৩, ০৮:৫৩

যাত্রী নিয়ে আজ বুধবার প্রথমবারের মতো পদ্মা সেতু পাড়ি দেবে ট্রেন। এর মাধ্যমে রাজধানী ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নতুন রেল যোগাযোগ স্থাপিত হচ্ছে।


খুলনা রেলওয়ে স্টেশন মাস্টার মাসুদ রানা জানান, খুলনা থেকে আজ রাত পৌনে ১০টায় আন্তনগর সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশে ছাড়বে। কুষ্টিয়ার পোড়াদাহ, রাজবাড়ী, ফরিদপুর, ভাঙা হয়ে ভোর চারটার পরপর ট্রেনটি পদ্মা সেতু অতিক্রম করবে। ঢাকায় পৌঁছাবে ভোর ৫টা ১০ মিনিটে। পুনরায় ঢাকা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা ১৫ মিনিটে ছেড়ে বিকেল ৩ টা ৫০ মিনিটে যাত্রী নিয়ে খুলনায় পৌঁছাবে ট্রেনটি। 


আগে এই ট্রেনটি অনেক পথ ঘুরে যমুনা সেতু দিয়ে ঢাকায় যাওয়া-আসা করতো। নতুন রুটে দূরত্ব কমে যাওয়ায় সময় কম লাগবে অন্তত ২ ঘণ্টা। 


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও