শান্তির শহরে সন্ধ্যা নামলেই ‘অশান্তি’

প্রথম আলো রাজশাহী মেট্রোপলিটন প্রকাশিত: ০১ নভেম্বর ২০২৩, ০৮:৫১

এক রাতে দুটি বড় অঘটন ঘটে গেল রাজশাহী নগরে। দুজন খুন হলেন। তাঁদের একজন চিকিৎসক, অপরজন পল্লিচিকিৎসক। ছিনতাইকারীর ছুরিকাঘাতে জখম হলেন দুই ছাত্র। তাঁদের একজনের বুকে ৫০টি, অন্যজনের বুকে ৩০টি সেলাই দিতে হয়েছে। কয়েক দিন আগে ছিনতাইকারীর ছুরিকাঘাতে খুন হন এক কলেজছাত্র।


একের পর এক ছিনতাই ও খুনের ঘটনায় রাজশাহী নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে উদ্বেগ দেখা দিয়েছে। শান্তির শহরখ্যাত রাজশাহীতে এখন সন্ধ্যা নামলেই ‘অশান্তি’ নেমে আসছে।


এমনই পরিস্থিতির মধ্যে রামদা, চাপাতি, চায়নিজ কুড়ালসহ নানা ধরনের অস্ত্রশস্ত্র নিয়ে একদল কিশোরের উল্লাস করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। বাজনার তালে তালে অস্ত্র উঁচিয়ে নাচানাচিও করছে কিশোরেরা। বলা হচ্ছে, অস্ত্র হাতে কিশোরদের উল্লাসের ভিডিওটি রাজশাহী নগরের শাহ মখদুম থানার গাংপাড়া এলাকার। যদিও পুলিশ বলছে, ভিডিওটি অন্তত চার মাসের পুরোনো। অন্তর্দ্বন্দ্বের কারণে কেউ ভিডিওটি ছড়িয়ে দিয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও