কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কিশোরগঞ্জে অবরোধে কয়েক স্থানে সংঘর্ষ, বাস চলাচল কম

প্রথম আলো প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৩, ১৬:১৪

বিএনপি-জামায়াতের ডাকে তিন দিনের অবরোধ কর্মসূচির প্রথম দিন আজ মঙ্গলবার কিশোরগঞ্জের কয়েক স্থানে পুলিশের সঙ্গে অবরোধকারীদের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি ছোড়ে ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এতে বেশ কয়েকজন আহত হন। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। অবরোধের কারণে কিশোরগঞ্জ শহরে যানবাহন কম চলাচল করতে দেখা গেছে। এ ছাড়া কিশোরগঞ্জ থেকে দূরপাল্লার খুব কমসংখ্যক বাস ছেড়ে গেছে।


স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সকাল ১০টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার চৌদ্দশত এলাকায় অবরোধকারীরা বিদ্যুতের খুঁটি রাস্তার মাঝখানে এনে ফেলে রাখেন। একই সময় টায়ারে আগুন ধরিয়ে ও ইট ফেলে সড়ক অবরোধ করেন তাঁরা। এতে সেখানে প্রায় আধা ঘণ্টাব্যাপী পুলিশের সঙ্গে অবরোধকারীদের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েকটি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও