সার্চ ইঞ্জিন ডিফল্ট রাখায় অবশ্যই আমাদের স্বার্থ রয়েছে: গুগল সিইও
ব্যবহারকারী ধরে রাখার ক্ষেত্রে সার্চ ইঞ্জিনকে ডিফল্ট রাখা খুবই গুরুত্বপূর্ণ, মার্কিন আদালতে গুগলের বিরুদ্ধে চলমান অ্যান্টিট্রাস্ট মামলার শুনানিতে সাক্ষ্য দিতে গিয়ে এমনই বলেছেন কোম্পানির সিইও সুন্দার পিচাই।
গুগলের বিরুদ্ধে দায়ের করা মামলাটি সম্পর্কে বলা হচ্ছে, এক প্রজন্মে এমন মামলা একবারই হয়। মামলার অভিযোগ, ল্যাপটপ ও স্মার্টফোনে নিজস্ব সার্চ ইঞ্জিন ডিফল্ট হিসেবে রাখতে বিভিন্ন নির্মাতা কোম্পানিকে বছরে শত শত কোটি ডলার অর্থ দিচ্ছে গুগল।
গুগল নিজস্ব সার্চ ইঞ্জিনকে ডিফল্ট হিসেবে রাখার উদ্দেশ্যে এই অর্থ পরিশোধ শুরু করেছিল ২০০৫ সালে। এমনকি এক সময় অ্যাপলের কাছে শঙ্কা প্রকাশ করে গুগল বলেছে, তাদের সাফারি ব্রাউজার অ্যামাজনের মতো কোম্পানিতে সুনির্দিষ্ট প্রশ্ন পাঠাতে পারে, বিশেষ করে যেগুলো লাভজনক।
“আমরা গুগল সার্চ ইঞ্জিনকে ডিফল্ট রাখার লক্ষ্যেই চুক্তি করেছি।” --বলেন পিচাই।