কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

হৃদয় ফিরেছেন, ব্যাটিংয়ে বাংলাদেশ

www.ajkerpatrika.com প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৩, ১৫:০৯

টানা পাঁচ ম্যাচ হেরে বিশ্বকাপে সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গেছে বাংলাদেশ ক্রিকেট দল। এমন অবস্থায় আগামী চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে বিশ্বকাপের বাকি ম্যাচগুলো জয়ের বিকল্প নেই সাকিব আল হাসানের বাংলাদেশের। কলকাতার ইডেন গার্ডেনসে আজ পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। 


এক পরিবর্তন নিয়ে খেলতে নামছে বাংলাদেশ। শেখ মেহেদি হাসানের পরিবর্তে এসেছেন ব্যাটার তাওহীদ হৃদয়। তানজিদ হাসান তামিম, লিটন দাস—দুই ওপেনারের সঙ্গে আছেন অভিজ্ঞ তিন ক্রিকেটার মুশফিকুর রহিম, সাকিব ও মাহমুদউল্লাহ রিয়াদ। সাকিবের পাশাপাশি স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে খেলছেন মেহেদী হাসান মিরাজ। তাসকিনের সঙ্গে পেস আক্রমণে থাকছেন মোস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম। 


অন্যদিকে পাকিস্তান তাদের একাদশে তিনটি পরিবর্তন এনেছে। বাদ পড়েছেন ইমাম উল হক, মোহাম্মদ নওয়াজ ও শাদাব খান। একাদশে এসেছেন ওপেনার ফখর জামান, স্পিন বোলিং অলরাউন্ডার আগা সালমান ও লেগ স্পিনার উসামা মীর। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও