গাবতলী থেকে দূরপাল্লার বাস ছাড়ছে না
সারাদেশে বিএনপি ও সমমনা দলগুলোর টানা তিন দিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচির প্রথম দিন আজ মঙ্গলবার। আগামী বৃহস্পতিবার পর্যন্ত সড়ক, নৌ ও রেলপথে এই অবরোধ কর্মসূচি পালন করা হবে। অবরোধের প্রথম দিনে সকাল সাড়ে ৮টায় রাজধানীর ব্যস্ততম এলাকা গাবতলী অনেকটাই ফাঁকা দেখা গেছে। কিছুক্ষণ পর পর দু-একটি সিটি বাস দেখা গেছে।
সরেজমিনে দেখা গেছে, টেকনিক্যাল মোড়, মাজাররোড ও গাবতলী বাস টার্মিনালের বিভিন্ন মোড় ও কাউন্টারের সামনে যাত্রী নেই। দূরপাল্লার বাসের টার্মিনাল বন্ধ। টার্মিনাল থেকে দূরপাল্লার বাস ছাড়ছে না।
সারাদেশে বিএনপি–জামায়াতের অবরোধ চলাকালীন মঙ্গলবার রাজধানীর গাবতলীর আশপাশের সড়কেও যানবাহন কম, যাত্রীও কম দেখা গেছে।