আইওএসের নতুন সংস্করণেও আইফোনের ব্যাটারি দ্রুত শেষ হয়ে যাচ্ছে কেন
গত সেপ্টেম্বর মাসে নতুন মডেলের আইফোনের পাশাপাশি ‘আইওএস ১৭’ অপারেটিং সিস্টেম উন্মুক্ত করে অ্যাপল। সে সময় নতুন অপারেটিং সিস্টেম ব্যবহারের পরপরই বেশ কয়েকজন ভুক্তভোগী খুদে ব্লগ লেখার সাইট এক্সে (টুইটারে) অভিযোগ করেন, আইওএস ১৭ ব্যবহারের পরপরই আইফোনের ব্যাটারি দ্রুত শেষ হয়ে যাচ্ছে। ব্যবহারকারীদের অভিযোগ পাওয়ার পর ব্যাটারি সমস্যার সমাধান করতে সম্প্রতি ‘আইওএস ১৭.১’ সংস্করণ উন্মুক্ত করেছে অ্যাপল। কিন্তু আইওএসের নতুন সংস্করণের বিরুদ্ধেও ব্যাটারি বেশি খরচ করার অভিযোগ উঠেছে।
আইওএস ১৭.১ সংস্করণে বেশ কিছু নিরাপত্তা ত্রুটি দূর করার পাশাপাশি এয়ার ড্রপ, স্ট্যান্ড বাই এবং অ্যাপল মিউজিক সুবিধা হালনাগাদ করায় এরই মধ্যে পুরোনো মডেলের আইফোনে নতুন সংস্করণটি ব্যবহার শুরু করেছেন অনেকেই। কিন্তু সংস্করণটি নামানোর পর থেকেই আইফোনের চার্জ দ্রুত শেষ হয়ে যাওয়ার অভিযোগ করেছেন বেশ কয়েকজন ভুক্তভোগী। এ বিষয়ে এক্সে একজন ভুক্তভোগী লিখেছেন, ‘আইওএস ১৭.১ সংস্করণ হালনাগাদের পর কোনো কাজ না করলেও আইফোনের চার্জ দ্রুত শেষ হয়ে যাচ্ছে।’ আরেকজন লিখেছেন, ‘প্রতি ৭ মিনিটে ১ শতাংশ করে চার্জ কমে যাচ্ছে আইফোনে।’