![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2023-10%252Facae41ab-ff5c-491e-b302-d0078ab0a8e9%252FDr__Md__Golam_Kazem_Ali_Ahmed.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D200%26dpr%3D1.1)
রোগী দেখে বাসায় ফেরার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে চিকিৎসক খুন
চেম্বারে রোগী দেখা শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসক খুন হয়েছেন। গতকাল রোববার দিবাগত রাত পৌনে ১২টার দিকে রাজশাহী নগরের বর্ণালি মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত চিকিৎসকের নাম গোলাম কাজেম আলী (৪২)। তিনি চর্মরোগ বিশেষজ্ঞ ছিলেন।
এদিকে রাজশাহী নগরের কচুয়াতৈল এলাকা থেকে একজন পল্লিচিকিৎসককে অপহরণের পর কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহত এরশাদ আলী ওরফে দুলাল (৪৫) কচুয়াতৈল এলাকার বাসিন্দা। অপহরণের ৬ ঘণ্টার গতকাল রাত ৯টার দিকে সিটিহাট এলাকা থেকে তাঁর রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ।