২২৯ রানে ভারতকে বেধে ফেলার পর অনেকেই ধরে নিয়েছিলো, আজকের ম্যাচে হয়তো জয় পেতে যাচ্ছে ইংল্যান্ডই। বিশ্বচ্যাম্পিয়নদের সামনে ২৩০ রানের লক্ষ্য খুব বেশি বড় হওয়ার কথা নয়।
২২৯ রানে ভারতকে বেধে ফেলার পর অনেকেই ধরে নিয়েছিলো, আজকের ম্যাচে হয়তো জয় পেতে যাচ্ছে ইংল্যান্ডই। বিশ্বচ্যাম্পিয়নদের সামনে ২৩০ রানের লক্ষ্য খুব বেশি বড় হওয়ার কথা নয়।
কিন্তু ভাবনার সঙ্গে বাস্তবের মিল ঘটলো না। ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে রীতিমত খেই হারিয়েছে ইংলিশরা। জয়ের জন্য ২৩০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩৪.৫ ওভারে ১২৯ রানে অলআউট হয়ে গেলো জস বাটলারের দল।
যার ফলে ১০০ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে রোহিত শর্মার দল। সে সঙ্গে ৬ ম্যাচের সবগুলোতে জয় নিয়ে আবারও শীর্ষে উঠে এলো ভারত। শুধু তাই নয়, সবার আগে সেমিফাইনালও প্রায় নিশ্চিত করে ফেললো তারা।