বিশ্বকাপে প্রথম ‘ডাক’ কোহলির
প্রথম আলো
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৩, ১৮:৩৬
লক্ষ্ণৌ আজ অধীর ছিল বিরাট কোহলির ৪৯তম ওয়ানডে শতকের জন্য। কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে দর্শকদের হতাশই করেছেন কোহলি। ডেভিড উইলির বলে ক্যাচ দিয়ে ফিরেছেন শূন্য রানে। ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ মিলিয়ে ৫৬ ইনিংসে এটি কোহলির প্রথম ‘ডাক’।
বিশ্বকাপে অপরাজিত থাকা ভারতের আজকের শুরুটা একেবারেই ভালো হয়নি। ৯ রানে ক্রিস ওকসের বলে ফিরে যান ওপেনার শুবমান গিল। এরপর উইকেটে গিয়ে কোহলি যে কিছুটা চাপে ছিলেন সেটা বোঝা গেছে তাঁর শট নির্বাচনেই।
এক-দুই-তিন করে টানা ৮ বল খেলেও রান নিতে পারেননি। এতগুলো ডট বলের পর প্রথম রানটার জন্য কিছুটা মরিয়াই ছিলেন ভারতের সাবেক অধিনায়ক। সেই চাপ থেকে নিজেকে বের করতে গিয়েই উইলির বলে মিড অফে বেন স্টোকসের হাতে ক্যাচ তুলে দেন কোহলি। তিন অঙ্কের ইনিংস দেখার অপেক্ষায় থাকা লক্ষ্ণৌর দর্শকদের জন্য এ ছিল উত্তেজনায় জল ঢেলে দেওয়ার মতো।