You have reached your daily news limit

Please log in to continue


সুলতানা কামালকে নিয়ে সিনেমায় কলকাতার রিয়া ঘোষ

বাংলাদেশের ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ছিলেন সুলতানা কামাল। ষাট ও সত্তরের দশকে অ্যাথলেটিক ট্র্যাক দাপিয়ে বেড়িয়েছেন তিনি। লং জাম্প ও ১০০ মিটার হার্ডলসে বরাবরই ছিলেন সেরা। তাঁর আরও একটি পরিচয় আছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের সহধর্মিণী সুলতানা আহমেদ খুকি (পরে সুলতানা কামাল)।

১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে নির্মমভাবে শহীদ হয়েছিলেন তিনি। তাঁকে নিয়ে তৈরি হচ্ছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। নাম ‘অ্যাথলেট সুলতানা কামাল’। সরকারি অনুদানে সিনেমাটি নির্মাণ করছেন রিয়াজুল হক ইমরান। সিনেমায় তুলে ধরা হবে সুলতানা কামালের বেড়ে ওঠা, নানা অর্জন আর পরিবারের গল্প।

সিনেমাটি নিয়ে নির্মাতা রিয়াজুল হক ইমরান বলেন, ‘সুলতানা কামালের জীবনটা স্বল্প সময়ের। মাত্র ২৩ বছরের জীবন। ১৯৫২ সালের ১০ ডিসেম্বর তাঁর জন্ম। আর ১৯৭৫ সালের ১৫ আগস্ট মৃত্যু। এই ছোট জীবনে সুলতানা কামালের বেড়ে ওঠা থেকে শুরু করে অ্যাথলেট হিসেবে তাঁর যত অর্জন আর স্বপ্নগুলো তুলে ধরা হবে। সে সময়ের নারী ক্রীড়াবিদ হয়ে ওঠার জার্নিটা দেখানো হবে। যেহেতু এটা স্বল্পদৈর্ঘ্য, তাই শুধু তাঁর জীবনীটাই ফোকাস করা হয়েছে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন