কোহলির ৫০তম শতক কবে, জানেন গাভাস্কার

প্রথম আলো প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৩, ২১:৩৮

নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচেই নিজের ৫০তম শতরানটি পেয়ে যেতে পারতেন বিরাট কোহলি। কিন্তু দুর্ভাগ্য, তাঁর সেটি হয়নি। ৯৫ রানেই থেমেছে সেই ইনিংস। যদিও তাতে কোনো দুঃখ থাকার কথা নয় কোহলির। কিউইদের বিপক্ষে ভারতকে জিতিয়েছে যে সেই ইনিংস। তবে ধর্মশালার ম্যাচেই শতরানের অর্ধশতকটি হাঁকিয়ে ফেললে ভারতীয় ক্রিকেট-সমর্থকদের আনন্দের মাত্রাটা আরও বাড়ত।


কোহলি আজ হোক কাল হোক, ৫০তম শতকটি পেয়ে যাবেন, অপেক্ষাটা শুধু সময়েরই। তবে কিংবদন্তি সুনীল গাভাস্কার কোহলির ৫০তম শতক নিয়ে দারুণ একটা ভবিষ্যদ্বাণী করেছেন। গাভাস্কার মনে করেন, কোহলি এ কীর্তি গড়বেন খুব শিগগিরই। ভারতীয় কিংবদন্তি দিন-তারিখও বলে দিয়েছেন, সেটি আগামী ৫ নভেম্বর কলকাতায়, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে! কিন্তু নির্দিষ্ট করে দিনটির কথাই কেন বললেন গাভাস্কার? ৫ নভেম্বর যে কোহলির জন্মদিন!

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও