ভারত-পাকিস্তান ম্যাচে এখন খেলার চেয়ে ধুলোই ওড়ে বেশি। মাঠের লড়াই তো তেমন একটা জমে না। কিন্তু অন্যান্য ঘটনায় ঠিকই আলোচনা-শোরগোল তৈরি হয়। এবারের এশিয়া কাপে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে সূর্যকুমার যাদব-জসপ্রীত বুমরারা করমর্দন না করায় ঘটে গেছে লঙ্কাকাণ্ড।
দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ ঘিরে ঘটে যাওয়া লঙ্কাকাণ্ডে ‘বলির পাঁঠা’ বনে গেলেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট। তাঁকে অপসারণের দাবি পর্যন্ত তুলেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যদিও পিসিবির সেই দাবি মেনে নেয়নি আইসিসি। এমন অবস্থায় এশিয়া কাপ বয়কটের হুমকিও দিয়েছিল পাকিস্তান। এ কারণে দুবাইয়ে গতকাল পাকিস্তান-আমিরাত ম্যাচ বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে শুরু হওয়ার কথা থাকলেও এক ঘণ্টা দেরিতে শুরু হয়েছে। পাইক্রফট ক্ষমা চাওয়াতেই মূলত খেলতে রাজি হয়েছে পাকিস্তান।