প্রিডায়াবেটিস বলতে যা বোঝায়
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৩, ১৪:৩৯
দেহ পর্যাপ্ত পরিমাণে ইন্সুলিন তৈরি করার অবস্থায় না থাকলে ধরে নেওয়া হয় ডায়াবেটিস হয়েছে।
পরিপাক-রস নিঃসরণকারী গ্রন্থি ‘প্যানক্রিয়াস’ বা অগ্নাশয় ইন্সুলিন হরমোন নিঃসৃত করে রক্তে গ্লুকোজ বা শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে। দেহের সব কোষের জন্য গ্লুকোজের দরকার হয়।
যখন গ্লুকোজের মাত্রা স্বাভাবিকের চাইতে একটু বেশি থাকে তবে খুব বেশি না- তখন এই অবস্থাকে বলা হয় প্রিডায়াবেটিস।
এভাবেই ব্যাখ্যা করে হেল্থডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে মার্কিন এন্ডোক্রিনোলজিস্ট ডা. কেলি উড বলেন, “প্রিডায়াবেটিস হওয়ার সব কারণ নিয়ন্ত্রণ না করা গেলেও কিছু বিষয় আয়ত্তে রাখা যায়।”
এই ক্ষেত্রে জীবনযাত্রার পদ্ধতি পরিবর্তন করা জরুরি যাতে পরে টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত হতে না হয়।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- প্রিডায়াবেটিস