কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বিচারের আশায় ১১ বছর শেষ, হতাশ ডা. নিতাইয়ের স্বজনরা

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৩, ০৯:১৩

হত্যার ১১ বছর পেরিয়ে গেলেও বিচার শেষ হয়নি ওই সময়ের আলোচিত ঢাকার বক্ষব্যাধি হাসপাতালের সহকারী অধ্যাপক নারায়ণ চন্দ্র দত্ত নিতাই হত্যাকাণ্ডের; শেষ ধাপ যুক্তিতর্কেই আটকে আছে তা।


এ নিয়ে হতাশা প্রকাশ করেছেন এ চিকিৎসকের পরিবারের স্বজনরা। নিহতের ভাইয়ের স্ত্রী মুক্তা দত্ত বলেন, “আমার শাশুড়ি মারা গেছেন দুবছর হল। তিনি আমার ভাসুরের মৃত্যু শোকেই মারা যান। পুত্র শোকে মারা গেছেন আমার শ্বশুর তড়িৎ কান্তি দত্তও।”


২০১২ সালের ২৩ অগাস্ট রাতের এ হত্যাকাণ্ডের প্রায় এক বছর পর ২০১৩ সালের ২২ জুলাই অভিযোগ গঠনের পর বিচার শুরু হয়। এরপর পেরিয়ে গেছে এক দশকের বেশি সময়। পরে ২০২২ সালের ২১ এপ্রিল মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ হয়। এতে রাষ্ট্রপক্ষে ১৯ জন ও আসামি পক্ষে পাঁচজন সাফাই সাক্ষ্য দেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও